দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্য আসতে চলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা৷ শুক্রবার রাজ্যে আসছেন বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি সহ একঝাক শীর্ষ নেতৃত্ব৷ বিধানসভা নির্বাচনের প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প জনসভায় অংশ নিতে শুক্রবার রাজ্যে আসছে এক ঝাঁক স্টার ক্যাম্পেনার৷ ৪২ অমরপুর ও ৫০ পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প জনসভায় বক্তব্য রাখবেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা৷ এছাড়া ১৬ বিশালগড় ও ৩৬ শান্তির বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, ধর্মনগর ও বাগবাসায় বিজয় সংকল্প যাত্রায় বক্তব্য রাখবেন রাজদীপ রায়, নয় বনমালীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত বিজড় সংকল্প সভায় বক্তব্য রাখবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ স্টার ক্যাম্পেনারদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , সংসদ শান্তনু ঠাকুর, চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী, সাংসদ লকেট চ্যাটার্জি , কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ প্রদেশ নেতৃত্ব৷ কয়েকদিনের মধ্যেই রাজ্য সফরে আসবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের স্টার ক্যাম্পেনাররা৷ অন্যদিকে কংগ্রেস দলের হয়ে প্রচারে আসতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সভাপতি মল্লিকা অর্জুন খাগড়ে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী , সর্বভারতীয় সাধারন সম্পাদক মুকুল ওয়াসনিক, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোঃ আজহারউদ্দিন ও কানাইয়া কুমার৷ সব মিলিয়ে স্টার ক্যাম্পেনারদের ভীরে পরিপূর্ণ থাকবে রাজ্য৷ সকলের নজর ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে মসনদ দখলের৷
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২ ফেব্রুয়ারি ২০২৩