Type Here to Get Search Results !

বাম-কং আসন রফা চূড়ান্ত, উভয় দলের অতিরিক্ত প্রার্থী প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


অবশেষে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন রফা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে। শর্ত মেনে আজ সিপিএম ১৩টি এবং কংগ্রেস ৩টি আসনে প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছে। ফলে, আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ৪৬টি এবং কংগ্রেস ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী রয়েছেন একজন।  এ-বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এক বিবৃতিতে জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকারের অবসানে, গনতন্ত্র পুনুরুদ্ধারে এবং সাম্প্রদায়িক শক্তির বিনাশে কংগ্রেস ও বামফ্রন্ট আসন সমঝোতা করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত উভয় দলই যথাযথ মর্যাদার সহিত পালন করেছে। আজ কংগ্রেস অতিরিক্ত তিনটি আসন ও বামফ্রন্ট অতিরিক্ত ১৩টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে ত্রিপুরাবাসীকে বিজেপি-র অপশাসন থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তিনি এই ঐক্যবদ্ধ লড়াইকে স্বার্থক রূপ দেওয়ার জন্য ত্রিপুরার সমস্ত অংশের কংগ্রেস নেতা কর্মীদের কাছে সমর্থনের আবেদন জানিয়েছেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

২ ফেব্রুয়ারি ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.