ধনপুরে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা বিজেপি নেতৃত্ব ইন্দ্রনীল ঘোষ।
বিজয় সংকল্প সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী বিজেপির সংকল্প পত্র বিষয়ে তুলে ধরেন এবং বিরোধী জোটের সমালোচনায় সরব হন। এছাড়াও তিনি বলেন যে বাম আমলে কংগ্রেসের বহু নেতা খুন হয়েছে সেই ইতিহাস মানুষ ভুলেনি। আগামী ১৬ তারিখ মানুষ প্রতিমা ভৌমিককে অধিক থেকে অধিকতর ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং ধনপুরের বিকাশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।এদিন সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী প্রতিমা ভৌমিক। তিনি বলেন আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে প্রথম কলেজ স্থাপিত হবে ধনপুরে পাশাপাশি তিনি বাম-কংগ্রেস জোটের সমালোচনাও করেন।এছাড়াও এদিন বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব তথা অভিনেতা ইন্দ্রনীল ঘোষ। তিনি বলেন পশ্চিমবঙ্গে যেই দিদি আছেন সেই দিদি আর ত্রিপুরার এই দিদি দুজনের মধ্যে অনেক ফারাক আছে তাই আমরা ধনপুর থেকে প্রতিমা ভৌমিককে জয়ী করে দেখিয়ে দিতে চাই দিদি কিরকম হওয়া দরকার।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১৩ ফেব্রুয়ারি ২০২৩