আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বর্তমানে রাজ্যের নির্বাচন অন্তর্বর্তীকালীন সময়ে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে রক্তসংকট। এই সংকট নিরসনে এগিয়ে এলো হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে জিবি হাসপাতালে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের।


    গোটা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা, সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক।
    তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট প্রকট হয়ে ওঠে। তা কিছুটা হলেও পুরণ করার লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন। এদিকে,জিবি হাসপাতাল মেডিকেল সুপার ডাঃ শংকর চক্রবর্তী বলেন, প্রতিদিন ১০০ থেকে ১১০ ইউনিট রক্তের প্রয়োজন।

    বর্তমানে রক্তদান শিবির তেমন একটা হচ্ছে না বলেই রক্তের সংকট দেখা দিয়েছে। সংকটকালীন সময়ে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ চক্রবর্তী। শিবিরে মোট ২৩ জন রক্ত দান করেন।
    রাজ্যজুড়ে যখন রক্তের আকাল দেখা দিয়েছে, ঠিক এই সময়ে রক্তদান শিবিরের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৩ ফেব্রুয়ারি ২০২৩
     

    3/related/default