Type Here to Get Search Results !

জার্মানিতে বাড়ছে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


সৌদি আরব, তুরস্কসহ অন্যান্য মুসলিমপ্রধান দেশের মতো জার্মানিতে শুরু হয়েছে রমজান। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোর মতো সিয়াম সাধনার মাসকে স্বাগত জানিয়েছেন জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশটিতে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এ অবস্থায় বিপাকে জার্মানিতে বসবাসরত প্রবাসীরা।দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া। প্রতিনিয়ত বাড়ছে শাকসবজির দাম। এতে দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে শলজ প্রশাসনের পক্ষ থেকে জার্মানিতে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি কমানোসহ প্রণোদনার উদ্যোগ গ্রহণ করা হলেও খুব একটা লাভ হচ্ছে না। এ অবস্থায় সমস্যায় জর্জরিত প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা।
প্রবাসী ব্যবসায়ীরা জানান, দোকানভাড়া মিটিয়ে কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে।


আরশিকথা দেশ- বিদেশ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

২৭ মার্চ ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.