আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবিতা প্রেমে অপ্রেমে...... আগরতলা থেকে শিপ্রা রায় সূত্রধর

    আরশি কথা

    কবিতা প্রেমে অপ্রেমে......


    প্রেমের কবিতায় আপত্তি তোমার,  বিদ্রোহে সুখ

    তোমার আমার দূরত্বের মাঝে

    প্রেম- অপ্রেমের দারুণ বিক্ষোভ। 

    মৃত্যু, রক্ত,লাশ, শ্মশান, ক্ষুধা তৃষ্ণা, ভয়

    কষ্ট ধংস ক্ষয় লেলিহান ক্রোধ যদিও পৃথিবীময়

    তোমাকে ভালোবাসি বলেই প্রিয়,  

    আজও জীবন আমার প্রেমের কবিতা ময়।

    তুমি উড়াও বিদ্রোহ ধ্বজা

    আলোহীন নিষিদ্ধ আঁধারে 

    রক্তমাখা মাটির ললাট ছূঁয়ে 

    আমি বাঁধি প্রেমে।

    মাটির জরায়ু ছিঁড়ে ফুটুক কবিতা 

    মৃত্যুর স্তুপে স্তুপে প্লাবিত হউক, 

    প্রেমিক পাখির পালকের ছোঁয়ায়

    রক্ত জমাট বিবর্ণ হউক


    চিতার আগুনের পঙক্তি মালায় 

    প্রিয় আজ গেঁথেছি দুটি  হৃদয় 

    প্রেমে অপ্রের আলিঙ্গনে পৃথিবী হউক কবিতাময়।


    - শিপ্রা রায় সূত্রধর, আগরতলা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৫ এপ্রিল ২০২৩

     

    3/related/default