বিশালগড় এস.ডি.পি.ও অফিস সংলগ্ন বাইপাস এলাকায় ম্যারাথন ট্রাফিক অভিযান চললো বৃহস্পতিবার। প্রায় দিনভর চলে এই অভিযান।
নেতৃত্বে ছিলেন বিশালগড় থানা ও বিশালগড় মহিলা থানার পুলিশ অফিসাররা।যানবাহন চালকরা যেন ট্রাফিক বিধি মেনে চলেন তার জন্যই এই অভিযান বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা অফিসাররা। অভিযানকারী দলের অভিমত আইন থাকা সত্ত্বেও বহু গাড়ির চালক ও যাত্রীরা গাড়ি চালনার সময় সিটবেল্ট বাঁধেন না। তেমনি বাইক চালক ও আরোহীরা নিয়মিত পরিধান করেন না হেলমেট।এই দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েই চলেছে আজকের অভিযান। নিয়মভঙ্গকারীদের তরফ থেকে আদায় করা হয়েছে জরিমানা। যারা জরিমানা দেননি তাদের বিরুদ্ধে আদালতে মামলা পাঠানো হবে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবি ও তথ্যঃ সুমিত কুমার সিংহ
৬ এপ্রিল ২০২৩