বৃহস্পতিবার শাসকদল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। এদিনটি উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ৬ আগরতলা মন্ডলের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের।
শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদারসহ অন্যান্যরা। রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের রক্তদানে উদ্বুদ্ধ করেন মুখ্যমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা। মুখ্যমন্ত্রী আহবানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে রক্তদান শিবির সংঘটিত হওয়ায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এসেছে যুব সমাজ। যারা এখনো রক্তদান করেননি তাদের কাছে একটাই আহ্বান, এগিয়ে আসুন স্বেচ্ছায় রক্তদানে। এক ত্রিপুরা,শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান রাখেন।