আসামের গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪২কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো পুলিশ।আটক করা হলো গাড়ির চালককে।ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই-- মোহনপুর-- আগরতলা সড়কের বাইজালবাড়ীতে।
ঘটনার বিবরণে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল আনুমানিক আটটা নাগাদ বাইজালবাড়ী ফাঁড়ির পুলিশ ফাঁড়ির ঠিক সামনেই নাকা চেকিং চলানোর সময় আসামের একটি বোলেরো লরি( যার নাম্বার হলো-- AS--01FC 7405) আটকে এতে তল্লাশি চালায়।তল্লাশি চালানোর সময় বোলেরো লরিটির পিছনের দিকের একটি গোপন চেম্বার বক্সের ভেতরে থাকা মোট ১৭টি প্যাকেট বন্দি ১৪২কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।গাড়ির চালক আখিরুল ইসলাম( ২৭) কে আটক করা হয়েছে।তার বাড়ী আসামের বঙ্গাইগাঁও জেলায় বলে পুলিশকে জানিয়েছে সে।বোলেরো লরিটি আসাম থেকে পোলট্রি মোরগের বাচ্চা নিয়ে আগরতলা গিয়েছিল বলে চালক জানায়।গাড়িটিকে আটক করেছে পুলিশ। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে এমডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবি ও তথ্যঃ সুমিত কুমার সিংহ
৬ এপ্রিল ২০২৩