ফরিদপুরের নগরকান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত হওয়ায় খবর পাওয়া গেছে। শনিবার বিকাল চারটার দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাতিজার নাম ওবায়দুর কারিকর ও হত্যাকারী চাচার নাম সিরাজ কারিকর।
ঘটনার দিন তুচ্ছ ঘটনা নিয়ে চাচা সিরাজ কারিকর এর সাথে তার ভাতিজা ওবায়দুর কারিকরের সাথে বাকবিতন্ডার এক পর্যায় চাচা ভাতিজা ওবায়দুর কারিকরের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিলে গুরুতর আহত হয় তাকে চিকিৎসার জন্য নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক মৃত্যু নিশ্চিত করে।এঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে নিহতের স্বজনরা জানান। নগরকান্দা থানা পুলিশ মৃত্যুর খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য ফরিদপুর মর্গে প্রেরন করে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন "লাশের পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর পাঠিয়েছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া তদন্ত চলছে।"
আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৯ এপ্রিল ২০২৩