বিশেষ প্রতিনিধি, ফরিদপুর,আরশিকথাঃ
ফরিদপুরে প্রেম করে বিয়ে অতঃপর বিচ্ছেদে দুধ দিয়ে গোসল করলো বোয়ালমারী উপজেলার সিরাজ শেখ (৩৫)। স্ত্রীর দেওয়া মামলা খারিজ হওয়ায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন সিরাজ শেখ । এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা গ্রামের বাসিন্দা মুজিবর শেখের ছেলে এবং তিনি পেশায় ব্যাটারিচালিত অটোভ্যানের মিস্ত্রি।
শুক্রবার (১২ মে) বিকেলে সিরাজ তার নিজ বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ১ মণ দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে মোনাজাত করে সব ধরনের অপরাধ থেকে নিরাপদ থাকার অঙ্গীকার করেন। জানা গেছে, সিরাজ ও ইতি দম্পতি ১৩ বছর ধরে ঘর সংসার করেন। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ইতি বেগম (২৮) একই গ্রামের আফসার শেখের মেয়ে। গত দুই বছর ধরে তাদের সংসারে ফাটল ধরে। পরে তার স্ত্রী ফরিদপুর আদালতে শিশু ও নারী নির্যাতন ও যৌতুক আইনে স্বামী সিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ৯ মে এ মামলা নিষ্পত্তি করা হয়।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সিরাজ ও ইতির বিবাহ বিচ্ছেদ হয়। এ ঘটনা থেকে নিষ্পত্তির কারণে সিরাজ দুধ দিয়ে গোসল করেছেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৩ই মে, ২০২৩