ঘূর্ণিঝড় মোচা যদি আঘাত হানে রাজ্যে, তবে সেই সময়ে রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। শনিবার বিকালে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এর অফিস কক্ষে বিদ্যুৎ দপ্তর এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী। এই বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ স্পষ্টভাবেই জানিয়েছেন, ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে বিদ্যুৎ পরিষেবা অক্ষুন্ন রাখতে নিগমের কর্মীদের ২৪ ঘন্টা কাজে নিয়োজিত থাকতে হবে। এর জন্য প্রয়োজনে অতিরিক্ত কর্মী এবং গাড়ি সমেত সমস্ত সরঞ্জাম মজুত রাখার জন্য নিগমের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এদিন বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন পর্যায়ের আধিকারিকদের সঙ্গেও ফোনে সরাসরি কথা বলেছেন মন্ত্রী। ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে বিদ্যুৎ নিগমের কর্মী এবং আধিকারিকদের কোনরকম ছুটি না নিয়ে পরিষেবা অক্ষুন্ন রাখার কাজে নিয়োজিত থাকতেও মন্ত্রী অনুরোধ জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
১৩ই মে, ২০২৩