Type Here to Get Search Results !

কচুয়ায় যুব প্রতিনিধিদের সাথে গ্লোবাল মে মুমেন্ট ২০২৩ উদযাপনঃ বাংলাদেশ

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ

বাংলাদেশের বাগেরহাটের কচুয়ায় যুব প্রতিনিধিদের সাথে গ্লোবাল মে মুমেন্ট ২০২৩  উদযাপন হয়েছে। 

৩ মে(বুধবার) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে সকাল ১০ টায় কচুয়া এপি হলরুমে  যুব প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মে মুমেন্ট ২০২৩ এর আলোচনা সভায় উঠে আসে বাল্যবিবাহ কি,বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭,বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সহ বাল্যবিবাহ রোধো করনীয় কি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত যুব প্রতিনিধিরা একত্রিত হয়ে শ্লোগান দেয় "আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত,বাল্যবিবাহ দিব না আইন ভঙ্গ করবো না।"

এদিন অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার,সমর হালদার,শিউলি কস্তা,কল্লোল বেনজামিন দাস,ঈশিতা বৈরাগী,স্পন্সরশীপ প্রকল্পের কর্মকর্তা ক্রিস্টিয়ানা রাখি প্রমূখ।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৩ মে, ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.