মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো” এই শ্লোগানকে সামনে রেখে, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে, বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার আয়োজনে বুধবার ৩রা মে সকাল ৯ ঘটিকায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন মিঞার সঞ্চালনায় এবং সভাপতি এসএম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সহ সাধারন সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা জুলিয়া আক্তার বুলু, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, সদরপুর উপজেলা শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারন সম্পাদক সোবহান সৈকত, চরভদ্রাসন উপজেলা শাখার সাধারন সম্পাদক আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি এনামুল হক প্রমুখ।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৩ মে, ২০২৩