স্মার্ট সিটি প্রোজেক্টের অধিনে হাওড়া নদী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হাওড়া নদীর পাড়কে সুন্দর করে তোলার কাজ চলছে দ্রুত গতিতে। রাজধানীর ঝুলন্ত ব্রিজের নিচ থেকে শুরু হয়েছে কাজ। খরচ পড়বে ১০১ কোটি টাকা। মূলত হাওড়া নদীর পাড়কে সুরক্ষিত করা পাশাপাশি সাইক্লিং এর ব্যবস্থা করা হবে। থাকবে পার্ক এবং মর্নিংওয়াক করার জায়গাও। ১.২ কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে এই প্রজেক্ট এর কাজ যা দেড় বছরের মধ্যে সম্পন্ন করা হবে। পাশাপাশি বাঁধের নিচে এই প্রজেক্টের মধ্যেই তৈরি হচ্ছে রাস্তা।
বুধবার এই কাজ পরিদর্শনে এসে মেয়র দীপক মজুমদার এই তথ্য জানান। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার তথা স্মার্ট সিটি প্রজেক্টের প্রধান ডক্টর শৈলেস কুমার, কর্পোরেটর অদিতি ভট্টাচার্যসহ অন্যান্যরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৩মে, ২০২৩