ইন্টারন্যাশনাল প্ল্যানিং এর মাধ্যমে মাদকের মধ্য দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই প্ল্যানিং শুরু হয়েছে ৭০ এর দশক থেকে। বুধবার এন এস এস সেলের আয়োজিত নেশামুক্ত ত্রিপুরা এবং রক্তদান উৎসবের উপর এক সেমিনারে যোগ দিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। ১৯৭৬ সালে ত্রিপুরায় মোট ছয়টি মহাবিদ্যাালয়ের ৬০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে শুরু হয় এন এস এস এর পথ চলা। বর্তমানে এন এস এস এর ৩৮৯ টি ইউনিট রয়েছে। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য এন এস এস সেল আয়োজন করে নেশামুক্ত ত্রিপুরা বিষয়ক সেমিনার ও রক্তদান উৎসবের। সেমিনারে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সচিব ডা. প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, আমার ডাকে সাড়া দিয়ে বর্তমানে রাজ্য জুড়ে রক্তদান শিবির চলছে। এবার এন এস এস ইউনিটের কাছে আবেদন থাকবে নেশামুক্ত ত্রিপুরা গড়তে তারা যেন এগিয়ে আসে। এন এস এস সদস্যরা যেন নেশার কুপ্রভাবগুলি যুব সমাজের কাছে তুলে ধরে। সর্বোপরি নেশামুক্ত ত্রিপুরা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এন এস এস-কে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
৩ মে, ২০২৩