যেদিকে তাকাই আমি দেখি চারিদিকে,
চোখ জুড়ায়া যায় আমার সোনার বাংলা দেখে।
যতবার দেখি ততবারই চায় মন
সোনার এই বাংলা আমি দেখি সারা জীবন।
বাংলার মতো প্রকৃতির রূপ নাইকো কেনো দেশে,
দেখে থেকে গেছে কত মনীষীরা এই বাংলাদেশে।
বাংলার এই রূপ শুধু প্রকৃতিরই দান,
সেই রূপই নষ্ট করে হয়েছে মানুষ মহান।
কত বাড়িঘর কত ইমারত সবই হচ্ছে ক্রমে,
সোনার প্রকৃতি নষ্ট হচ্ছে নানান কারণে।
যেই প্রকৃতির বৃক্ষগনে জোগায় মোদের প্রাণ,
কজনে হায় যত্ন করে রেখেছে তাদের মান।
প্রাণ খুলে যদি বাঁচতে চাও অদুর ভবিষ্যতে,
বন্ধুর মতো আচরণ করে থাকো প্রকৃতি সাথে।
প্রকৃতির মতো নিঃস্বার্থক নয়বা কেহ কভু,
নিঃস্বার্থক সৌন্দর্য দেয়, না করেনা কভু।
কি করেছো ভালোবেসে দেশের রুপকে ?
একবার তুমি জিজ্ঞেস কর নিজেই নিজেকে!
যতবারই মোরি দেশের জন্য হবে না কো ঋণ শোধ,
আছে কিছু লোক দেশের প্রতি করেনা শ্রদ্ধাবোধ।
নিজের জন্য দেশের ক্ষতি করোনা তুমি বুঝে,
ফুরিয়ে গেলে এই বাংলা পাবেনা কোথাও খুঁজে।
পরিশেষে আমি বলি প্রাণ ভরে হেঁসে,
সোনার বাংলা প্রচন্ড ভালোবেসে.......
"আমি গর্বিত এই বাংলার মাটিতে এসে!"
মোঃ তপু রায়হান
শিক্ষার্থী, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
বাংলাদেশ
২৩ জুলাই, ২০২৩