আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তরুণীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক সহযোগী সহ গ্রেফতারঃ আরশিকথা বাংলাদেশ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আরশিকথাঃ

    বিয়ের আশ্বাস ও চীনে নিয়ে যাওয়ার কথা বলে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে চীনের নাগরিককে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

    কলেজছাত্রীর অভিযোগ, বিয়ের কথা বলে আটকে রেখে তাকে ধর্ষণ করেছেন চীনা নাগরিক। তাকে বিয়ের পর চীনে নিয়ে যাওয়ারও কথা ছিল।

    অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ বদরুল হাসান জানান, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। পাশাপাশি সে বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করে। চীনের নাগরিক জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কলেজছাত্রীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন হীরা চাকমা। ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে চীনের নাগরিক জি সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যান হীরা চাকমা। ওই দিন কলেজছাত্রীকে ধর্ষণ করেন জি সেন।

    এমন অভিযোগ পাওয়ার পর চীনের নাগরিক জি সেনকে সহযোগীসহ উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়। সোমবার (২৮ আগস্ট) তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। গ্রেফতার দুজন এখন কারাগারে আছেন বলে জানান তিনি।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ


    তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৯ আগস্ট ২০২৩
     

    3/related/default