আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাজী নজরুল ।। কবিতা ।। টিঙ্কু রঞ্জন দাস ।। ত্রিপুরা

    আরশি কথা

    কাজী নজরুল

    ****


    বাংলা এখনো হয়নি রপ্ত

            লিখতে করি ভুল

    তুমি এসে শুধরে দাও

            কবি নজরুল।


    জাতপাতের দোহাই দিয়ে

           উড়ায় যারা ধুল

    কানের লতি টেনে ধরো

           বিদ্রোহী নজরুল।


    দ্বিধাগ্রস্ত কোন মানুষ

            ছিড়ে যদি চুল

    তাদের তুমি দেখাও পথ

            দরদী নজরুল।


    ন্যায়দণ্ড হাতে নিয়েও (যারা)

            পায়না ভেবে কুল

    অগ্নিবীণার ঝংকার তোল 

            প্রতিবাদী নজরুল।


    জন্ম মৃত্যুর হিসেবেই যদি

            থাকি মশগুল

    বিদ্রোহীর রণ হুঙ্কার শুনি

            বেহিসাবী নজরুল।


    তোমার পরশে তোমার সৌরভে

            ফোটাও ঝিঙ্গে ফুল

    বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক তুমি

            সাম্যবাদী নজরুল।


    - টিঙ্কু রঞ্জন দাস, ত্রিপুরা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৯শে আগস্ট ২০২৩

     

    3/related/default