Type Here to Get Search Results !

ফরিদপুরে এমডিভি ভ্যাকসিন কার্যক্রম অবহিতকরণ সভা হয়েছেঃ আরশিকথা বাংলাদেশ

ফরিদপুর ডেস্ক, আরশিকথাঃ


ফরিদপুর নগরকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২৩ উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানসিভ জুবায়েরের থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন,নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.বুলবুল আহমেদ সহ অন্যান্য প্রমুখ।


এ সময় বক্তব্য জানান,, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি এ রোগে মৃত্যুর হার শতভাগ। পৃথিবীতে প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আঁচরের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ লক্ষ মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আঁচড়ের শিকার হয়ে থাকে, যাদের মধ্যে বেশির ভাগই শিশু। এ ছাড়াও প্রায় ২৫ হাজার গবাদি প্রাণী এ রোগের শিকার হয়ে থাকে। বাংলাদেশে ২০১০ সালের আগে প্রতি বছর প্রায় ২০০০ মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যেত এবং গবাদি প্রাণীর মৃত্যুর সঠিক পরিসংখ অজা না হলেও একটি উল্লেখযোগ্য সংখ্যক গবাদি প্রাণী এ রোগে মারা যায়।দেশ ব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত দেশের ৬৪টি জেলার সকল উপজেলায় ১ম রাউন্ড, ৩৫টি জেলার সকল উপজেলায় ২য় রাউন্ড এবং ৮ টি জেলার সকল উপজেলায় ৩য় রাউন্ড টিকাদান কার্যক্রমের আওতায় প্রায় ২৭ লক্ষ ৩৫ হাজার ডোজ জলাতঙ্ক প্রতিরোধী টিকা কুকুরকে প্রদান করা হয়েছে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৭ই আগস্ট ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.