মুষ্টিমেয় অক্ষরের বাঁধন
তবু কি বাঁধনহারা উল্লাস তোমার নামে
তোমার নামে হাসি তোমার নামে কান্না
ভেদাভেদ ভুলে তোমার সুরে মন আজ দিশেহারা।
আজ রন্ধ্রে রন্ধ্রে শিহরে উঠা ভালো লাগা তুমি,
কচিকাঁচার ঠোঁটে,কিশোরের মুষ্টিবদ্ধ হাতে
আকাশে বাতাসে লাল কেল্লার গায়ে, সৈনিকের কড়া পোষাকে
হাতের রাইফেলে
ষোড়শীর লালপাড়ে,মানুষের মিছিলে
আজ সারা গায়ে তুমি
সারা হৃদয় জুড়ে তোমার ভালো লাগার ছোঁয়া।
আজ তোমার দিন স্বাধীনতা।
- চন্দ্রা মজুমদার, ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট ২০২৩