আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বাধীনতা ।। কবিতা ।। যোগমায়া গোস্বামী

    আরশি কথা

    ।। স্বাধীনতা ।।


    কেন এলে তুমি স্বাধীনতা?

    কাদের জন্যেই বা এলে?

    অগণিত দামালের তাজা রক্তে আর

    পুত্র হারা সহস্র জননীর অশ্রুধারায়

    ভিজে গিয়েছিলো যে স্বদেশভূমি,

    আজ সেখানে পরাধীনতার শুস্ক দহন।


    ক্ষুধার্ত শিশুর উদরজ্বালার আর্তনাদ,

    ধর্ষিতা যুবতীর বিরামহীন কান্নায়

     ম্লান হয়ে যায় জাতীয় সঙ্গীতের সুর!


    রাত পোহালেই খবরের হেডলাইন-

     পনের জন্য গৃহবধূ খুন !

    ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা !

    রেললাইনে দিশাহীন বেকার যুবকের দেহ !


    এমন স্বাধীনতাই কি চেয়েছিলো ক্ষুদিরাম,

    প্রীতিলতা,মাতঙ্গিনী,ভগৎ সিং সুভাষরা?


    - যোগমায়া গোস্বামী


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৫ই আগস্ট ২০২৩

     

    3/related/default