সংবিধান, আমাদের
সত্য, শিব, সুন্দরের
ভারত আত্মার এ শাশ্বত বাণীকে
বুকে নিয়ে
ভারত জননী এবার পাড়ি দিলে
দূরে,বহুদূরে,
চাঁদের অজানা লোকে।
শান্তি ও মৈত্রীর দীপ্তপ্রেরণায়
ইসরোবিজ্ঞানীদের যোগ্য নেতৃত্বে
সকল বাধারে মহাবিক্রমে
পরাভূত করে,
ভারতের পতাকা নিয়ে পা রাখল
এবার আমাদের বিক্রম
চাঁদের মাটিতে।
কে পারিনি, কে পেরেছে
এ নিয়ে নয় কোন কথা,
ভারত পারে,ভারত পেরেছে
এটাই হোক শেষ কথা।
- জবাপাল দত্ত , ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৩ আগস্ট ২০২৩