Type Here to Get Search Results !

স্পেনে বাড়ছে খাবারের দামঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

করোনা মহামারি পাল্টে দিয়েছে বিশ্বের অর্থনৈতিক চিত্র। এর প্রভাবে দেশে দেশে বেড়েছে মূল্যস্ফীতি। বেড়েছে অর্থনৈতিক সংকট। শুধুমাত্র ইউরোপের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেনেই গত ৪ বছরে খাবারের দাম বেড়েছে ৩০ শতাংশ।

২০১৯ সাল থেকে স্পেনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। ২০১৯ সালের জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাইতে স্পেনে খাবারের দাম বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ।

আর গত বছর স্পেনে সবচেয়ে বেশি বেড়েছে চিনি, আলু, চাল, টিনজাত ফল, মিষ্টি, দুধ, ডিম ও তাজা ফলের। দেশটিতে গত বছর চিনির দাম বেড়েছে ৪৪ দশমিক ২ শতাংশ ও আলুর দাম বেড়েছে ৩৮ দশমিক ৮ শতাংশ। এছাড়া চাল ২২ শতাংশ, টিনজাত ফল ১৯ দশমিক ৪ শতাংশ, মিষ্টি ১৮ দশমিক ২ শতাংশ, দুধ ১৭ দশমিক ৬ শতাংশ, ডিম ১২ দশমিক ৮ শতাংশ ও তাজা ফলের দাম বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ।  

আগামী মাসগুলোতে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি আবারও বাড়বে; যা ডিসেম্বরে প্রায় ৫ শতাংশ হতে পারে। আর প্রক্রিয়াজাত খাবারের দাম পৌঁছাতে পারে সর্বোচ্চ পর্যায়ে।


আরশিকথা দেশ-বিদেশ


ছবি ও তথ্যঃ সৌজন্যে ইন্টারনেট

২০ আগস্ট ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.