উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট, আরশিকথাঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
২৭(সেপ্টেম্বর) ২০২৩ তারিখ সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে মোড়েলগঞ্জ পৌরসভার সিআরসি মেম্বার ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫ জন আহত হয়। গুরুতর আহত ব্যক্তিদের মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, বাগেরহাট ও খুলনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্ঘটনায় মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সালাম খানের ছেলে এনামুল খান(২৬) ঘটনাস্থালে নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দেবাশিষ হালদার(২৫) পঞ্চকরন, রাকিবুল হাওলাদার(৩২), রমজান(৩০) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে।মোটর সাইকেলের গতি অতিরিক্ত থাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।আরশিকথা বাংলাদেশ সংবাদ
২৭শে সেপ্টেম্বর ২০২৩