"স্পন্দন"
সামাজিক দায়িত্বে কর্তব্যনিষ্ঠ একটি অনুপ্রেরণার নাম।সমাজে নারীশক্তির জাগরণে অগ্রণী ভূমিকায় থাকা একটি সমষ্টির নাম। যারা এগিয়ে থাকতে এবং এগিয়ে রাখতে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে।
আরশিকথা'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে সুশীল সমাজ গঠনের অন্যতম এই সামাজিক সংস্থা " স্পন্দন " কে সম্মান জানান্তে পেরে আমরা গর্বিত।
দায়বদ্ধতার ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন শারদোৎসবকে উপলক্ষ করে নারী ক্ষমতায়নের প্রথম পদক্ষেপে স্পন্দনের এবারের উদ্যোগ " নারী দশভূজা "।
নারীদের ক্ষমতায়নের মূল স্রোতে নিয়ে আসা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ,ওদের শিক্ষা, ইচ্ছা এবং প্রচেষ্টাকে সম্মানের সাথে প্রদর্শন করাই " নারী দশভূজা " অনুষ্ঠানের মূল লক্ষ্য।
ভালো রান্না করা এবং ভালো রান্না কে সুন্দরভাবে পরিবেশন করা সেটা একটা কলা।তাই এবারের উদ্যোগে " স্পন্দন " এবং মূর্ছনা শিল্পকলা একাডেমীর মিলিত প্রয়াসে সব অংশের নারী তথা মা বোনদের একজোট করে আগামী ১লা অক্টোবর আগরতলা সিটি সেন্টারের মুক্তাঙ্গনে বিকাল পাঁচটা থেকে একটি সেরা রাধুনী প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানেরই নাম রাখা হয়েছে "নারী দশভূজা"।
# বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ
১.স্পন্দন
হোয়াটসঅ্যাপ করুন 9436768474
বা মেইল করুন spandan.tripura @gmail.com
২.বাবলী'জ কিচেন
হোয়াটসঅ্যাপ করুন 93662 57528
বা মেইল করুন mamonimaitra54@gmail.com
স্পন্দনের তরফে "নারী দশভূজা" অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি আমন্ত্রণ জানানো হচ্ছে ।।
আরশিকথা প্রচার-বিনোদন বিভাগ
১৪ই সেপ্টেম্বর ২০২৩