Type Here to Get Search Results !

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজৈর উপজেলায় মরহুম শেখ রাসেল এর ৬০ তম জন্মবার্ষিকী পালিতঃ আরশিকথা বাংলাদেশ

রাজৈর ( মাদারীপুর) থেকে বিপুল কুমার দাস, আরশিকথাঃ 


মাদারীপুর  রাজৈর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি নানা আয়োজনের মধ্য দিয়ে  বুধবার  ১৮ অক্টোবর সকাল সাড়ে নয়টায় রেলি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেখ রাসেল সম্পর্কে রাজৈর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার উপমা ফারিসা এর সভাপতিত্বে  আলোচনা সভায়  বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। ১৯৬৪ সালে ১৮ অক্টোবর রোজ বুধবার ধানমন্ডি ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে  জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর ছোট্ট শিশু শেখ রাসেল  । ১৯৭৫ সালে  বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেসা সহ মোট ১৮ জন পরিবারের  সদস্যের ভিতরে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র মরহুম শেখ রাসেল কেও ঘৃণ্য নরপশুদের  বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয় । শেখ রাসেল ইউনিভার্সিটির ল্যাবরোটারি  স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। তাই ২০২০ সাল থেকে এই দিনটিকে শিশু কিশোর কাছে তুলে ধরার জন্য শেখ রাসেল দিবস পালন করা হয়। সেহেতু রাজৈর উপজেলা যথাযথ মর্যাদায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত করে । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলার সুযোগ্য উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল । আরো বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সহ কারি কমিশনার ভূমি খাদিজা আক্তার, চেয়ারম্যান ফর্মের সভাপতি পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, ইশূবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন মোল্লা, বদরপাশা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার, সমাজ সেবা কর্মকর্তা ফজলুল হক, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শিক্ষক-শিক্ষিকা সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে চিত্রাংকন ,কবিতা, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাজৈর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এইস এম মাহবুব হোসেন প্রমুখ।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৮ই অক্টোবর ২০২৩


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.