Type Here to Get Search Results !

দেবীপক্ষের সূর্যপ্রাতে ।। কবিতা ।। কামনা দেব ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য-সংস্কৃতি

।। দেবীপক্ষের সূর্যপ্রাতে ।।


অজস্র শঙ্খনিনাদে দেবীপক্ষের সূর্যপ্রাতে -

মাগো তোমার অমলমূরতি ধরি নয়নপাতে!

ভোরের শিউলি শিশির কনায় তব পদধ্বনি বাজে

যেন মনপবনে এলে দশভূজা মাগো অপরূপ সাজে !


শক্তিস্বরূপা পরমা প্রকৃতি তুমি অসুরনাশিনী মাগো,

মৃণ্ময়ী হয়ে নও মা, তুমি চিন্ময়ী রূপে সদা জাগো ।

ত্রিনয়না হয়ে আসো মা সুনয়নার মধুর বেশে -

মর্তের সন্তানের মন ভরাও মাগো তোমার আবেশে। 


তুমি জগদম্বিকা মাগো আমার, 

থাকো কাশবন আর শিউলি ফুলের দোলে, 

শারদাকাশের পেঁজাতুলো মেঘের আড়ালে 

তোমার রূপ দেখতে পাই সবকিছু যে ভুলে !


পিতৃতর্পনে পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরুতে-

তোমার ধ্যানে স্তোত্রপাঠ হয় মহালয়ার পুন্যতিথিতে।

হাত করি জোড় মাগো হৃদালয়ে রয় তব মুখোশোভা,

তোমার মূর্তির রূপ মাগো মর্তে যে বড় মনোলোভা !


দমন করো গো মা সকলের মনের অসুর ,

তোমার আগমনে বাজে অনাবিল শান্তির সুর।

দশভূজা দুর্গা মা আমার আসবে সপরিবারে ,

মণ্ডপে মণ্ডপে ছোট বড় ঘুরবে শুধুই বারেবারে।


মহিষাসুরমর্দিনী মাগো, জগৎটাকে করো তমসা দূর !

আনন্দেতে ধরাধামে বাজুক তোমার পায়ের নূপুর।

বলপ্রদায়িনী মাগো তুমি মর্তে করো অভয় নিবেদন

তোমার অরূপ মহিমা যেন জগৎ করে অবলোকন।


- কামনা দেব, ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৪ই অক্টোবর ২০২৩ 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.