এবারের শারদ উৎসব ঘিরে বিভিন্ন ক্লাবগুলি বিভিন্নভাবে সামাজিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।বড়দোয়ালী এলাকায় যুবক সংঘ পুজো ঘিরে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরা পলিথিন বর্জন, নেশামুক্ত ত্রিপুরা গড়া, নিয়মিত রক্তদান, পরিবেশ স্বচ্ছ রাখা এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হবে। পূজার দিনগুলিতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবছর ৩৫ তম শারদোৎসবের আয়োজন করতে চলেছে যুবক সংঘ। বুধবার ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে ছিলেন দেবাশীষ রায়, নারায়ন দেবনাথ, বাপি ঘোষ সহ অন্যান্যরা। এ বছর তাদের বাজেট ৪ লক্ষ টাকা। ষষ্ঠীর সন্ধ্যায় এলাকার প্রবীণ নাগরিকরা মন্ডপের উদ্বোধন করবেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৮ই অক্টোবর ২০২৩