Type Here to Get Search Results !

গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল ! ঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

ইসরাইল-হামাসের সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। তবে গাজায় এবার ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ ওঠেছে ইসরাইলের বিরুদ্ধে।

ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা বুধবার (১১ অক্টোবর) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার আল কারামা এলাকায় আগের দিন রাতে সাদা ফসফরাস বোমা ফেলেছে।সাদা ফসফরাসকে এক গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল!টি ‘আগ্নেয়’ অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক আইন অনুসারে, বেসামরিকদের মধ্যে থাকা সামরিক লক্ষ্যবস্তুতে এর ব্যবহার নিষিদ্ধ।
 
সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ নয়, তবে বেসামরিক এলাকায় এর ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।সাদা ফসফরাস এক ধরনের বিষাক্ত পদার্থ। এটি ফসফরাসেরই আইসোটোপ, যা অনেকটা মোমের মতো। অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলি তৈরি করে।

বলা হয়, এটি এতই আঠালো যে, কোথাও লাগলে তা মুছে ফেলা বেশ কঠিন। এমনকি ক্ষত থেকে ব্যান্ডেজ খোলার পর অক্সিজেনের সংস্পর্শে এলে ফের সেখানে আগুন জ্বলে উঠতে পারে। কেবল ত্বকই নয়, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরেও প্রবেশ করে সাদা ফসফরাস।


আরশিকথা দেশ-বিদেশ


ছবি ও তথ্যঃ সংগৃহীত

১১ই অক্টোবর ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.