নির্বাচন হতে দেব না- এমন কথা বলার অধিকার সংবিধান কাউকে দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন, মুক্তি দিয়ে যেতে পারেননি। মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পলিসি-ই হলো উন্নয়ন। দেশে এমন কোনো খাত নাই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের শিখরে, তখন একটি গোষ্ঠী দেশকে পেছনে টেনে নিয়ে যেতে চায়। অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক বানাতে চাচ্ছে এ গোষ্ঠী। যে বিদেশি শক্তি ৭১-এ ষড়যন্ত্র করেছে তারাই আজ ইন্ধন দিয়ে দেশকে অগণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে চায়। শেখ হসিনার পদত্যাগ চেয়ে তারা অসাংবিধানিক কাজ করছে।
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা বাংলাদেশ সংবাদ
১৪ই ডিসেম্বর ২০২৩