Type Here to Get Search Results !

সাবানের ফেনা দিয়ে সরানো হলো ২২০ টনের হোটেলঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

বড় কোনো ভবন সরানোর কথা ভাবলেই স্বভাবতই আমাদের চোখের সামনে ভারি ক্রেনের ছবি ভেসে উঠবে। কেননা স্বাভাবিকভাবেই বিশাল স্থাপনা সরাতে ক্রেনেরই ব্যবহার করতে দেখা যায়। কিন্তু যদি বলা হয় সাবানের মাধ্যমে ২২০ টন ভালের একটি হোটেলকে সরানো হয়েছে-তাহলে কি সেটি বিশ্বাস হবে? বিশ্বাস না হওয়ার কথা হলেও ঠিক এমনটাই হয়েছে কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যে। ৭০০টি সাবান ব্যবহার করে ২২০ টন ভারের একটি পুরোনো হোটেলকে সরানো হয়েছে অঙ্গরাজ্যটিতে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন জানিয়েছে, নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের রাজধানী হালিফ্যাক্সের এল্মউড ভবনটি ১৮২৬ সালে তৈরি হয়। ভবনটি প্রথমে বাড়ি হিসেবে ব্যবহৃত হলেও ৭০ বছর পর ১৮৯৬ সালে ভবনটিকে ভিক্টোরিয়ান এল্মউড হোটেলে রূপ দেয়া হয়।
 
অনেক বছর ভবনটি হোটেল হিসেবে ব্যবহার করা হয়। পরে গ্যালাক্সি প্রোপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান এ হোটেলকে ২০১৮ সালে কিনে ফেলে। হোটেলটির ভিক্টোরিয়ান আমলের ডিজাইন সংরক্ষণ করতেই সাবানের সাহায্যে একে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।এক বিবৃতিতে হোটেল কর্তৃপক্ষ জানায়, হোটেলটিকে তারা সড়কের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভবনের সঙ্গে জুড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির মালিক শেলডন রুশটন একটি অপ্রচলিত পদ্ধতি বেছে নেন।

হোটলটিকে দূরে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটি রোলার ব্যবহার করার বদলে ইস্পাতের ফ্রেমে আইভরি সাবানের ৭০০টি বার ব্যবহার করেছে। আইভরি সাবান নরম হওয়ার জন্য ভবনটি সরানোর কাজ সহজ হয়েছে।


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট


আরশিকথা দেশ-বিদেশ

১৪ই ডিসেম্বর ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.