ঋণখেলাপি ও ট্যাক্স পরিশোধ না করায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মেজর মান্নান তিন কোটি ২৯ লাখ টাকা ট্যাক্স পরিশোধ করেননি। এছাড়া বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি রয়েছে তার।তিনি লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে জয়ী হন তিনি।এদিকে রোববার (৩ নভেম্বর) নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনেও ঋণখেলাপির দায়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
তথ্য ও ছবিঃ সংগৃহীত
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৪ ডিসেম্বর ২০২৩