Type Here to Get Search Results !

জার্মানিতে প্রবল তুষারপাতে সাত শতাধিক ফ্লাইট বাতিলঃ আরশিকথা দেশ-বিদেশ

আরশিকথা নিউজ ডেস্কঃ

জার্মানিতে গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাত অব্যাহত রয়েছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে অন্যতম বড় শহর মিউনিখ। এরই মধ্যে পূর্ব সতর্কতা হিসেবে মিউনিখ বিমানবন্দরে সাত শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

 কোথাও কোথাও ১৬ ইঞ্চির তুষারপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের মতে, ১৯৩৩ সালের পর এই প্রথম তুষারপাতে রেকর্ড গড়ল মিউনিখ শহর।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল তুষারপাতের কারণে প্রায় ৭৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই ভাবে শহটিতে বাস ও ট্রামের পাশাপাশি কিছু ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। অসংখ্য মানুষ বিমানবন্দর ও রেলস্টেশনে আটকে দুর্ভোগ পোহাচ্ছে।
 
জার্মানির সরকারি রেলওয়ে কোম্পানি ডয়চে বান অধিবাসীদের সতর্ক করে বলেছে, তুষারপাতের কারণে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পর্যন্ত গণপরিবহন তথা সাধারণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকতে পারে। এদিকে বিশেষ কোনো জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করেছে স্থানীয় পুলিশ।

তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

আরশিকথা দেশ-বিদেশ
৪ ডিসেম্বর ২০২৩

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.