ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ আগুন লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কারখানায় থাকা কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ থাকলেও এর প্রাঙ্গণে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহান মুঙ্গসে বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমরা রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। আমরা যখন ঘটনাস্থলে যাই পুরো কারখানাটি জ্বলছিল। আমাদের কর্মকর্তারা ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে।
তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
আরশিকথা দেশ-বিদেশ
৩১শে ডিসেম্বর ২০২৪