মোঃশাহ্ জালাল, ফরিদপু্র, আরশিকথাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ ডিসেম্বর বিকাল ৩ টায় সালথা হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ, সালথা উপজেলার সহ সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান (হামিদ) এর সভাপতিত্বে ফারুকুজ্জামান ফকির মিয়ার সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার কান্ডারী শাহদাব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবু চৌধুরীর মেজ ভাই সাজেদ আকবর চৌধুরী, সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওদুদ মিয়া,এ্যাড. হাবিবুর রহমান, গট্রি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক গট্রি ইউনিয়নের চেয়ারম্যান চয়ন মিয়া প্রমুখ।
ফরিদপুরের সালথায় নির্বাচনী জনসভায় এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয় করে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখুন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী। ফরিদপুর ২ আসন নগরকান্দা ও সালথা উপজেলা। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের কান্ডারী শাহদাব আকবর লাবু চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে নৌকার সমর্থকদের প্রতি উপস্থিত বক্তারা বক্তব্য দেন।
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৩রা জানুয়ারি ২০২৪