Type Here to Get Search Results !

মন্ত্রিসভা গঠন নিয়ে যা বললেন শেখ হাসিনাঃ আরশিকথা বাংলাদেশ

আরশিকথা ঢাকা ডেস্কঃ  

সাংবিধানিক সব প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচনে বিজয়ীদের শপথ ও মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৮ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে 'সৌজন্য বিনিময়' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এখনো নির্বাচনী গেজেট ঘোষণা হয়নি৷ তাই অপেক্ষা করতে হচ্ছে৷ সাংবিধানিক সব প্রক্রিয়া অনুসরণ করেই শপথ ও মন্ত্রিসভা গঠন করা হবে৷

নির্বাচন নিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনটা ব্যতিক্রম৷ ওই দলটি (বিএনপিকে ইঙ্গিত করে) নির্বাচনে আসেনি, ভোটকে ভয় পেয়ে৷ এই নির্বাচনে আমার নয়, জয় হয়েছে দেশের জনগণের৷  

নির্বাচনে মানুষের ভোটাধিকারটা সুরক্ষিত হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সবসময় চেষ্টা ছিল নির্বাচনটাকে সুষ্ঠু করা৷ যাতে মানুষই সিদ্ধান্ত নিতে পারে যে, কারা তাদের প্রতিনিধি হবে৷ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে সেই উদাহরণ সৃষ্টি করতে পেরেছি৷


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৮ই জানুয়ারি ২০২৪


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.