Type Here to Get Search Results !

ফরিদপুর-২ আসন নৌকা বিজয়ঃ আরশিকথা বাংলাদেশ

ফরিদপুর ডেস্কঃ  


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) ২য় বারের মত জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় প্রশাসন বেসরকারি ভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

ভোটগণনা শেষে মোট ১১৫ কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকের পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট। নৌকার প্রার্থী শাহদাব আকবর ১ হাজার ৯৬২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে উৎসব মূখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আসনের ১১৫ টি কেন্দ্রের ভোটগ্রহন শেষ হয়।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ০৭ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৮৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৮ই জানুয়ারি ২০২৪