অল ইন্ডিয়া ডি এসও, অল ইন্ডিয়া ডি আই ইউ এবং অল ইন্ডিয়া এম এস এস সংগঠনের পক্ষ থেকে শুক্রবার পালন করা হয় স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯১ তম বলিদান দিবস।
পোস্ট অফিস চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে সূর্য সেনের প্রতিকৃতিতে পুস্পারঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা।স্বাধীনতা আন্দোলনে মাস্টার দা সূর্য সেনের আত্ম বলিদানের কথা উল্লেখ করেন আয়োজক সংগঠন নেতৃত্ব।এই দিনটি গৌরব এবং শপথ নেবার দিন বলে জানান সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।বিপ্লবী সূর্য সেনের আদর্শ অনুসরন করেই অল ইন্ডিয়া ডি এসও, সংগঠন এগিয়ে যাবে বলে জানান আয়োজকরা ।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই জানুয়ারি ২০২৪