আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অপরূপ প্রতীক্ষা ।। কবিতা ।। সৈয়দা মুনিয়া সুলতানা ।। বাংলাদেশ ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    অপরূপ প্রতীক্ষা....


    মাঝে মাঝে মনে হয় 
    মন খারাপের কারণকে তুচ্ছ করে 
    এক ঘরে  বন্দী করে
    ঘুরে বেড়াই,উড়ে বেড়াই
     হারিয়ে যাই নিস্তব্ধ রাতের নিস্তব্ধতায় 
    শুরু করি আবার সবকিছু..... 
    শেষ থেকে শুরুতে।

    অস্বীকার করি সমস্ত ভালবাসার মায়া
    বিচ্ছেদ করি চিরচেনা অবয়ব  
    স্বচ্ছন্দ স্বাচ্ছন্দে বাস করে  
    ফাগুন হাওয়ায় ভেসে বেড়াই 
    এক চিলতে আকাশে 
    শুধুই নিশ্চুপে মিশে যাই   
    শুধু নিজেরই মনে ভর দিয়ে । 

    বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য 
    এক আমার আমিই যথেষ্ট
    প্রয়োজন পড়ে না কাউকেই
    বড় বেশি নিদারুণ হয়ে 
    কারোও অনুকম্পা প্রার্থনা করে, 
    তোমার তুমিতে মায়াতে বেঁধে 
    বড় বেশি ওষ্ঠাগত জীবন আমার 
    মরে যাচ্ছি আমি....
    ক্ষয়ে যাচ্ছি আমি.... 
    বড় বেশি ভুল করে।

    থেমে থাকে না কিছুই 
    শেষ থেকে শুরু হয় আবার 
    তবে খুব সাবধানে পথ চলতে হয়
    খরচ করতে হয় খুব সাবধানে মনের আবেগ, 
    সবার ভালোবাসা নেয়ার ক্ষমতা থাকেনা 
    যোগ্যতাও থাকে না ভালোবাসা বহন করার 
    তাই স্মৃতিতেই থাকুক ভালোবাসার মায়া। 

    বর্তমানে আমি অনেকটাই সাহসী 
    সুন্দর ভবিষ্যতের কাছে মনকে করেছি বন্দী 
    তবুও যোগ্যতাহীন ভাবনা বিহীন 
    কেউ না থাকুক এই মায়ায় 
    কাউকে মনে করে 
    হৃদয়ে ধারণ করে 
    মৃত্যু যন্ত্রণায় প্রগাঢ় ব্যস্ততায় 
    না কাটুক প্রতিটি মুহূর্ত অনায়াসে, 
    ভালো থাকি, বেঁচে থাকি নিজের জন্য 
    ভালোবাসি নিজেকে সবচেয়ে বেশি 
    ব্যস্ত থাকি আবেগে ভর দিয়ে বাস্তবে।

    সবাইকে ধরে রাখতে নেই.... 
    যেখানে তোমার অবস্থান নিতান্তই শূন্য, 
    সেখানে তার প্রতি একচ্ছত্র 
    অমূল্য তোমার আবেগ
     বড় বেশি মূর্খতায় পরিপূর্ণ। 
    সবাইকেই বুঝতে দেয়ার
     সুযোগ করে দিতে হয়, 
    খুব সহজে পেয়ে গেলে সবকিছু 
    বড় বেশি মূল্যহীন হয়ে রয়।
    আজ হয়তো তুমি কাঁদছো
    অপমান, অবহেলা  মূল্যহীন হয়ে
    তবে নিশ্চিত যেন প্রকৃতির নিয়মে 
    অঝোরে কাঁদবে সেও 
    বড় বেশি একলা করে  নিজেকে
    বড় বেশি একা হয়ে। 

     পৃথিবী সুন্দর....
    ভালোবাসার মায়া অদ্ভুত সুন্দর  
    তার চেয়েও আরও বেশি সুন্দর
     এই বেঁচে থাকা,
    স্মৃতিতে থাকুক....
     ব্যস্ত থাকুক সমস্ত ভালবাসা
    কোন পিছুটানে কান্নার মহিমা নিয়ে নয়
    নয় কোন রাতের নির্জনতায়
     ভীষণ রকম একলা একাকিত্বে; 
    ভালোবাসার মায়া বেঁচে থাকুক 
    এক চিলতে মেঘের আনাগোনায়
     বৃষ্টির শুদ্ধতায় ভালোবাসার মুগ্ধতায়,
    দিনরাত্রির প্রতিটি মুহূর্তের
     নিশ্চুপ অনুভূতিতে মোড়ানো 
    এই বেঁচে থাকায়;
    আর বুঝতে না পারা সহস্র নিদারুণ
    শুদ্ধ ভাবনায় জড়ানো.... 
    অনাকাঙ্ক্ষিত অনেকটাই অপরূপ প্রতীক্ষায়।


    সৈয়দা মুনিয়া সুলতানা , বাংলাদেশ
    ৭ই মে ২০২৪  

     

    3/related/default