Type Here to Get Search Results !

সমুদ্র সৈকতে ।। কবিতা ।। মিতালী ধর ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

" সমুদ্র সৈকতে "


বহুদিন আগে গিয়েছিলাম ,

       বেড়াতে সাগর পারে,

  সাগরের বিপুল সৌন্দর্য, 

      অবশ্য সবার মন কাড়ে, 

 কখনও উত্তাল তরঙ্গ স্বশব্দে, 

        আছড়ে পরে তীরে, 

 ঝিনুক, শঙ্খ, কাঁকর, বালি, 

     নিয়ে আসে সঙ্গে করে,

 পরক্ষণেই চলছে বহে,  

       শান্তরুপে আপনারে লয়ে, 

 দূরে বিচিত্র পাখিদের কোলাহল, 

       আত্মতৃপ্তিতে ডানা মেলে,

            করছে স্থান বদল, 

মাছের সন্ধানে মাঝিরা ,

      নৌকা নিয়ে উঁচু নিচু, 

           ঢেউ এর পরে,

 পাল সামলে যাচ্ছে ওরা, 

       দূর থেকে বহুদূরে, 

 পড়ন্ত বিকেলে সূর্যের ,

          ক্ষিন আলো, 

    ছড়িয়ে আছে আকাশে, 

 নীলসাগর আর নীলাকাশ যেন, 

   মিলেমিশে ঐ দূরে এক পাশে,

কোথায় সাগরের শুরু আর শেষ, 

         নেই কোন ঠিকানা,

           চলতে হবে তাকে, 

হয়তঃ এইটুকুই তার জানা...


-  মিতালী ধর, ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৭ই মে, ২০২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.