আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আবারো অমরপুর শহর জুড়ে সক্রিয় চোরের দল, জনমানষে বাড়ছে আতঙ্কঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    চোরের উপদ্রবে অতিষ্ঠ অমরপুর মহকুমায় বসবাসকারী মানুষজন। মাঝে কিছুদিন বন্ধ থাকার পরে ফের আবারও অমরপুর শহরের আনাচে কানাচে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।শুক্রবার রাতে অমরপুর গোবিন্দটিলা এলাকায় এক ব্যক্তির বাড়িতে হাতসাফাই করে চোরের দল। স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা চুরি করে নিয়ে গিয়েছিল চোর। এই ঘটনার একসপ্তাহ অতিক্রম না হতেই ফের একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে অমরপুর মহকুমার ক্ষুদিরাম পল্লী এলাকায়।  মঙ্গলবার রাতে অমরপুর ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা রিনা দাস করের বাড়িতে চোরের দল হাতসাফাই করে। জানা গেছে ওইদিন অমরপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা মঙ্গলচন্ডী মেলার শেষ দিন অর্থাৎ সপ্তম দিন ছিল। বাড়ির সকলে ঘরের দরজায় তালা দিয়ে মেলায় চলে যায়। কিন্তু মেলা থেকে ফিরে এসে দেখেন ঘড়ের দরজা ভাঙা এবং ঘড়ের ভেতরে জিনিসপত্র অগোছালো হয়ে আছে। বাড়ির মালিক চুরির ঘটনা বুঝতে পেরে অমরপুর বীরগঞ্জ থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে ঘটনার তদন্তে নামে। বাড়ির মালিক জানান ৫ আনা স্বর্ণালঙ্কার সহ বেশকিছু নগদ টাকা চুরি হয়। তবে এই চুরিকান্ডে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এদিকে ঘন ঘন‌ চুরির খবরে আতঙ্কিত অমরপুর মহকুমাবাসী।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৬ই মে ২০২৪
     

    3/related/default