আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমীকরণ ।। কবিতা ।। রীতা আক্তার ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    ।। সমীকরণ ।।


    সময় খুব অদ্ভুত নিয়মে বাঁধা এক সমীকরণ।
    অযাচিত সুখের ভীড়ে দুঃখটাই জায়গা বদল করে নিয়েছে বারবার। 
    জীবনের সাময়িক উপন্যাসে অধ্যায় থেকে অধ্যায় কেবল পেরোতেই থাকে রোজ....
    তুমি চলে গেলে... 
    আমি কেবল চেয়ে চেয়ে তোমার চলে যাওয়া দেখতে লাগলাম। 
    যাবার সময় কিছু বললেনা 
    শুধু দিয়ে গেলে একমুঠো দীর্ঘশ্বাস...... 
    সময় খুব অদ্ভুত নিয়মে বাঁধা এক সমীকরণ
    হিসেব মিলাতে কষ্ট হয়। 
    তোমাকে খুব বিশ্রি রকম ভাবে মনে পড়ে। 
    চারপাশে কত মানুষ কিন্তু তুমিহীন আমি 
    খুব একা জানতো? 
    একেক সময় মনে হয় তোমাকে আকাশ থেকে পেড়ে এনে শক্ত করে জড়িয়ে ধরে বলি - আমি আর পারছিনা......... 
    অদ্ভুত রকম কষ্ট আমায় দিয়ে চলে গেলে 
    তোমার কি একবারও জানতে ইচ্ছে করে না 
    আমি কেমন আছি? 
    কেমন করে কাটছে প্রতিটি দিন? 
    একবারও কি জানতে ইচ্ছে করে না.....?
    আমি এমনই  এক সমিকরণে বাঁধা পড়ে গেছি যে, 
    যেখানে মুক্তির কোন পথ নেই.......
    চারদিক কেবলি ফাঁকা 
    কোথাও কেউ নেই.................। 


    - রীতা আক্তার, বাংলাদেশ

    ৭ই জুলাই ২০২৪


     

    3/related/default