Type Here to Get Search Results !

তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন জিষ্ণু দেববর্মাঃ আরশিকথা দেশ-বিদেশ

বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ৩১ জুলাই তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন জিষ্ণু দেববর্মা। এদিন তাকে শপথ বাক্য পাঠ করালেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলক আরাধে।

বুধবার তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন ত্রিপুরা সরকারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। দুদিন আগেই জিষ্ণু দেববর্মা কে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে মনোনীত করে তাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সেই নির্দেশ বলে এদিন সকালে তিনি বিমানযোগে সস্ত্রীক  তেলেঙ্গানা উড়ে যান। প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার কাজের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মাকে তেলেঙ্গানা নিয়ে যেতে তেলেঙ্গানা রাজভবন থেকে এক প্রতিনিধি দল আগরতলায় আসেন। এই প্রতিনিধি দলের সদস্যরাই বুধবার সকালে সস্ত্রীক  জিষ্ণু দেববর্মা কে নিয়ে বিমানে তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা হন।

বেলা সাড়ে দশটা নাগাদ হায়দ্রাবাদ বিমানবন্দরে গিয়ে পৌঁছান জোসনা দেববর্মা এবং তার স্ত্রী। সেখানে তাকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয় তেলেঙ্গানা মন্ত্রিপরিষদের তরফ থেকে। পরে বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপরই রাজভবনে নিয়ে যাওয়া হয় জিষ্ণু দেব বর্মাকে। সেখানে প্রাথমিক আনুষ্ঠানিকতার পর জিষ্ণু দেববর্মাকে শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলক আরধে। জানা গেছে বুধবার শপথ গ্রহণ করার পর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। দিল্লিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তাছাড়া দিল্লিতে রাজ্যপাল সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে জিষ্ণু দেববর্মার। ২ এবং ৩ আগস্ট সংঘটিত হবে এই রাজ্যপাল সম্মেলন। এই সম্মেলনে পৌরহিত্য করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাছাড়া সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের অন্যান্য রাজ্যের রাজ্যপালদের। তাছাড়া এই সম্মেলনে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, জনজাতি বিষয়ক মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী সহ প্রায় সব মন্ত্রকের মন্ত্রীরাই। এই সম্মেলন শেষ করে আবারো তেলেঙ্গানায় ফিরবেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা এবং সেখানে তিনি রাজ্যপাল হিসেবে তার কার্যভার গ্রহণ করবেন। উল্লেখ্য যে, ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কোন বিশিষ্ট ব্যক্তিত্ব  বাইরের কোনো প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন। এই হিসেবে বিরল কৃতিত্বের অধিকারী হলেন রাজ্যের ভূমিপুত্র জিষ্ণু দেববর্মা।



আরশিকথা দেশ-বিদেশ


৩১শে জুলাই, ২০২৪

 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.