আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ট্রাফিক পুলিশ হেনস্তায় গ্রেফতার আরে দুই জন ।। AKB TV ।। Agartala News

    আরশি কথা

    আগরতলা প্রতিনিধিঃ


    ট্রাফিক পুলিশ হেনস্তার ঘটনায় আরো দুই অভিযুক্তকে আটক করল পুলিশ। এর আগে দীপ দত্ত নামে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করেছেন আগরতলা পশ্চিম থানার পুলিশ। এখন পর্যন্ত ট্রাফিক হেনস্তা কান্ডে গ্রেফতার হল তিন জন।

    ২ অক্টোবর সন্ধারাতে রাজধানী আগরতলা নেতাজি চৌমুহনী এলাকায় কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশকে হুমকি দেওয়া সহ ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহারের ঘটনায় রীতিমত গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় বইছে।এই ঘটনার সাথে যুক্ত এক যুবককে শনিবার আগরতলা পশ্চিম থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিল, এবং বাকি অভিযুক্তরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে খবর ছিল পুলিশের কাছে। এই বিষয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে। অবশেষে রবিবার বিকেলে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায় এবং আমতলীর এস ডি পি ও শংকর চন্দ্র দাসের নেতৃত্বে  পুলিশ বাহিনী আমতলী থানা এলাকার এক নির্জন  জঙ্গল থেকে   এই ঘটনার সাথে যুক্ত দীপ্তনু  দাস ওরফে  মন্টু  এবং অভিজিৎ পাল ওরফে ভিকিকে গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আসে। অভিযুক্তদের গ্রেফতারের খবর পেয়ে আমতলী থানায় রবিবার সন্ধ্যায় চলে আসেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। এদিন অভিযুক্তরা পুলিশ সুপারের কাছে অবশেষে  স্বীকার করে যে  তারা কোন কিছু না বুঝেই রাগের মাথায় ট্রাফিক পুলিশের সাথে এই ধরনের আচরণ করেছিল। পুলিশের কাছে তারা তাদের অপরাধ স্বীকার করে।  রবিবার সন্ধ্যায় পশ্চিম জেলার পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন এবং তিনি জানিয়েছেন সোমবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে। এদিকে  ট্রাফিক পুলিশের সাথে এই ধরনের অভব্য ঘটনায় তিন অভিযুক্ত পুলিশের জালে আটক হওয়ায় পুলিশ মহলে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।


    ৬ই অক্টোবর ২০২৪

     

    3/related/default