আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গেদু মিঞা মসজিদ পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    সোমবার রাজধানীর গেদু মিঞা মসজিদ পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরোনো মসজিদ হল এটি। রাজধানীর শিবনগর এলাকায়  এই মসজিদের অবস্থান। সাদা মার্বেল পাথরের দ্বারা তৈরি, সুন্দর এই মসজিদটির মনোরম শিল্পকর্ম সকলকে আকর্ষণ করে। এদিন রাজ্যপাল মসজিদটি পরিদর্শন করে এর কারুকার্যের ভূয়সী প্রশংসা করেন। মসজিদের সৌন্দর্য বজায় রাখার জন্য তিনি এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদেরকে ধন্যবাদ জানান। এদিকে, পরিদর্শন কালে মসজিদের পুকুর সহ কিছু অংশ মেরামতের কথা রাজ্যপালকে জানানো হয়েছে। এই বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন রাজ্যপাল।



    AKB TV News 

    18.11.2024 

    3/related/default