নিজস্ব প্রতিনিধিঃ
এবার নয়া নিয়ম আনতে চলেছে ইউ জি সি তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। স্বল্প সময়ে দ্রুত অধ্যয়ন করবে পড়ুয়ারা। এই লক্ষ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের সুবিধার্থে তিন-চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স, পূর্ণ মেয়াদের আগেই শেষ করার অনুমতি দিতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২০২৬ থেকেই এই প্রক্রিয়া চালু হয়ে যেতে পারে। এক্ষেত্রে তিন বা চার বছরের ডিগ্রি কোর্স, পূর্ণ মেয়াদ অতিক্রান্ত হওয়ার মাস ছয়েক বা এক বছর আগেই শেষ করতে পারবেন শিক্ষার্থীরা। মানে তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্সের ক্ষেত্রে ছ’মাস আগে এবং চার বছরের কোর্সের ক্ষেত্রে এক বছর আগে, কোর্স শেষ করা যাবে। ফলে ডিগ্রিও মিলবে সময়ের আগেই। ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন। উনার কথায়, আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির নেতৃত্বাধীন কমিটি এই সংক্রান্ত সুপারিশটি করেছিলেন, যা সম্প্রতি ইউজিসি অনুমোদন করেছে। যে সব শিক্ষার্থী ‘ফাস্ট লার্নার’ অর্থাৎ দ্রুত অধ্যয়নে পারদর্শী, তাঁরা যাতে নির্ধারিত সময়সীমার আগেই দ্রুত কোর্স শেষ করতে পারে এবং নিজেদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, তার জন্যই এই অনুমতি বলে জানা গেছে।
AKB TV News
18.11.2024