Type Here to Get Search Results !

দাদা রাহুল গান্ধীর মতই সংবিধানের ‘রেড বুক’ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করলেন প্রিয়াঙ্কা।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধিঃ 

প্রথমবারই নির্বাচনে লড়ে বাজিমাত করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার সংসদে সাংসদ পদে শপথ নিলেন কেরলের ওয়ানড় থেকে জয়ী হয়ে আসা কংগ্রেসের এই সাধারণ সম্পাদক। তিনি তার দাদা রাহুল গান্ধীর মতই সংবিধানের ‘রেড বুক’ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেন।পরনে সাদা-সোনালি রংয়ের কেরালা কটনের শাড়ি। চোখে চশমা। দূর থেকে এক ঝলকে দেখলে ইন্দিরা গান্ধী বলে মনে হতে পারে। প্রসঙ্গত, প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও এই প্রথমবার সরাসরি ভোট রাজনীতিতে নেমেছিলেন প্রিয়াঙ্কা। দাদা রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়ানড়  আসন থেকে লোকসভার লড়াইয়ে নামেন তিনি। আর প্রথমবার ভোট ময়দানে নেমেই দাদা রাহুলের জয়ের ব্যবধানকে ছাপিয়ে গিয়েছেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনে ওয়ানড় থেকে ৩ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জয়ী হন রাহুল গান্ধী। সেখানে প্রিয়াঙ্কা জিতেছেন ৪ লক্ষেরও বেশি ভোটে। কেরলবাসীর এই সমর্থনকে সম্মান জানাতেই সম্ভবত প্রিয়াঙ্কা শপথ নিলেন কেরলের বিখ্যাত কেরালা কটনের শাড়ি পড়ে। এই শাড়িটি কাসাভু শাড়ি নামে পরিচিত। প্রিয়াঙ্কার শপথের সময় তাঁর হাতে ছিল সংবিধানের ‘রেডবুক’। রাহুল গান্ধীও একইভাবে সংবিধানের রেড বুক হাতে নিয়েই সাংসদ পদে শপথ নেন। আসলে ‘সংবিধান বাঁচাও’ স্লোগান দিয়ে লোকসভায় সাফল্য এসেছিল। লোকসভা নির্বাচনের প্রচারপর্ব থেকে রাহুল গান্ধী প্রায় প্রতিটি সভায় একটি সংবিধানের ‘রেড বুক’ নিয়ে ভাষণ দেন। এবার প্রিয়াঙ্কাও সেই রীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। প্রিয়াঙ্কার শপথের ফলে সংসদে একসঙ্গে প্রবেশ করছেন কংগ্রেসের ৩ গান্ধী। 



AKB TV News 

28.11.2024


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.