আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক প্রধানমন্ত্রীর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    অতি সম্প্রতি বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি, ইসকনকে নিষিদ্ধ  করার পিটিশন দায়ের সহ নানা কারণে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। তাই চিন্ময়ের গ্রেপ্তারির নিন্দা করে বিবৃতি জারি করেছে ভারত সরকার। এদিকে, প্রতিবেশী দেশের এহেন উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৃহস্পতিবার সংসদে বৈঠকে বসেন তিনি। হিন্দু  সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির ঘটনায় জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। স্বাভাবিক ভাবেই পড়শি দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং জামিন না পাওয়ার ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ হিসেবে পরিচিত। আমরা বাংলাদেশ  প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”এই ঘটনায় ক্রমশ পরিস্থিতি উতপ্ত হচ্ছে। 


    AKB TV News 

    28.11.2024


    3/related/default