নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার 'মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2024-25 ও অন্যান্য প্রকল্পের অধীন পশ্চিম ত্রিপুরা জেলার মৎস্য চাষীদের সুবিধা বিতরণ" অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী ও দফতরের অধিকর্তা সন্তোষ দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মন্ত্রীর হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মন্ত্রী সহ উপস্থিত অথিতিরা মৎস্য চাষীদের হাতে এস বি আই'য়ের চেক তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বলেন, মাছ চাষিদের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কারন রাজ্যের মৎস্য দফতর অনেক গুলি পরিকল্পনা ও স্কিমের মাধ্যমে আপনাদেরকে আর্থিক ভাবে ও সামাজিক ভাবে স্বনির্ভর করে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছিল, তার বহিঃ প্রকাশ আজ ঘটেছে বলে তিনি জানান।
AKB TV News
28.11.2024